চট্টগ্রামের মিরসরাই থানায় দায়েরকৃত ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলার পলাতক আসামি মো. সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যানেল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। সেলিম উপজেলার মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
র্যাব জানায়, গত ৮ নভেম্বর অবরোধ চলাকালে মিরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা চালায়।
তাছাড়া সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং নগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।
রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার।
তিনি জানান, গ্রেফতার আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর