নদীতে ২ লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু,আহত ৯

ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দু’টি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

সোমবার রাত ১টার দিকে চাঁদপুর মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত মো. সোহেল ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

- Advertisement -islamibank

পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসার পর, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর ধাক্কা লাগে।

এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM