সন্দ্বীপে পিইসি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস উল্টে ৪০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। সোমবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ছিল পিইসি পরীক্ষার্থীদের শেষ পরীক্ষা। দুপুর ১টায় পরীক্ষা শেষে মুছাপুর দক্ষিণ-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (চাঁন্দের গো স্কুল) থেকে মুছাপুর আজগর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রী বাসে করে বাড়ি ফিরছিল। পন্ডিতের হাটের দক্ষিণ পাশে দেলোয়ার খাঁ সড়ক মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশেই বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা সব পরীক্ষার্থীই কম-বেশি আহত হয়।
এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে নিকটস্থ সন্দ্বীপ মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যায়।
সন্দ্বীপ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনউদ্দীন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হুমায়রা বেগম অনন্যা মাথায় আঘাত পাওয়ায় তাকে তাৎক্ষনিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত আব্দুর রহমান, সায়মা, ফারিয়া, আল আমিন, জোবাইদা, নাজমুল হাসান নাঈমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মাথায়, ঘাড়ে, পাঁজরে, হাতে ও পায়ে আঘাত রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের স্বজনরা বাড়িতে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনাকবলিত বাস দু’টিকে সন্দ্বীপ থানা পুলিশ আটক করেছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান পিপিএম (বার) জয়নিউজকে জানিয়েছেন।