সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা: আটক ২৪

টেকনাফ থেকে সাগর পথে অবৈধ পন্থায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বাহারছড়া ফাঁড়ী পুলিশের জালে ধরা পড়েছে ২৪ জন।

- Advertisement -

মঙ্গলবার মধ্যরাতে ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ার কচ্চপিয়া সাকিনস্থ পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২১ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষসহ ২৪ জনকে আটক করা হয়।

- Advertisement -google news follower

টেকনাফ বাহাছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যেতে একটি দল অপেক্ষা করছে।

পরে বাহারছড়ার কচ্ছপিয়া সাকিনস্থ পাহাড়ের পাশে একটি বাড়িতে অভিযান চালায় তারা। অভিযানে বাড়িটি থেকে ৬ মহিলা, ৬ শিশু ও ১২ পুরুষসহ ২৪ জনকে আটক করে বাহারছড়া ফাঁড়ীর পুলিশ।

- Advertisement -islamibank

আটকদের মধ্যে ৩ জন স্থানীয় আর বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. মশিউর রহমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM