চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্তি চট্টগ্রামবাসীর জন্য গৌরবের। এ পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও অব্যাহত রাখব সমাজসেবামূলক কর্মকাণ্ড।
‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’ জাতীয় সমবায় পুরস্কার পাওয়ায় সোমবার (২৬ নভেম্বর) বিশিষ্টজনরা ফুলেল শুভেচ্ছা জানাতে এলে মেয়র এ কথা বলেন। নগরপিতা পুরস্কারপ্রাপ্ত সংগঠনটির সভাপতি।
নগরপিতাকে শুভেচ্ছা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, প্রধান প্রকৌশলী এয়াকুব সিরাজুদ্দৌলা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলম, জয়নিউজের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলমগীর পারভেজ, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলুওয়ারা ইউসুফ, দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সহসভাপতি মো. ইদ্রিছ ও সম্পাদক মো. শাহজাহান, সদস্য শাহ আলম বাবুল, আলাউদ্দিন আলম, জেড এস এম বখতেয়ার, সৈয়দ রফিকুল আনোয়ার, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম মিন্টু, মো. নুরুল ইসলাম শাহীন, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, মেয়রের একান্ত সহকারী আবু সৈয়দ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুল্লাহ আল মামুন, দিদারুল আলম, বেলায়েত হোসেন বেলাল, এস এম আলম, পুলক খাস্তগীর, সুমন দেবনাথ, বেলায়েত হোসেন রুবায়েত, মোস্তাক আহমেদ টিপু, নঈম উদ্দিন খান ও মো. সাইফুদ্দিন।
প্রসঙ্গত, পথচলার ৬৭ বছরে প্রথমবারের মতো জাতীয় সমবায় পুরস্কার পেয়েছে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’।
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে মেয়রের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জয়নিউজ/কাউছার