চট্টগ্রামের পটিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জিয়াউল হক তুষারকে আনোয়ারা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আসামির অবস্থান নিশ্চিত হয়ে গতকাল ১৩ ডিসেম্বর (বুধবার) দুপুর দেড়টার সময় আনোয়ারা থানাধীন চাতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিয়াউল হক তুষার পটিয়া থানাধীন ছবির মার্কেটের বাসিন্দা নুরুল আমিন প্রকাশ লেদু মিয়ার ছেলে।
র্যাব জানায়, জিয়াউল হকের বিরুদ্ধে পটিয়াা থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ ৩ টি মামলা রয়েছে। সে জিআর-৫৪৮/১৮ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
বুধবার রাতে তাকে আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘ ৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার কথা স্বীকার করেন।
আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে গ্রেফতার আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
জেএন/রাজীব