যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে যেসব প্রার্থী আপিল করেছিলেন, পঞ্চম দিনের শুনানির পর তাদের মধ্যে ৪৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এদিন মোট ৯৯ জনের আপিল শুনানি করা হয়েছে। এর মধ্যে মঞ্জুর করা হয়নি ৫২ জনের, স্থগিত রাখা হয়েছে চারজনের।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্চম দিনের শুনানি শেষে এ রায় দেয় নির্বাচন কমিশন।
পাঁচ দিন আপিল শুনানির পর ২৫৭ জন প্রার্থিতা ফিরে পেলেন। শুক্রবার আপিল শুনানির শেষ দিন।
এদিন ঋণ খেলাপের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত ময়মনসিংহ-৯ আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
আবার কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।
আপিল নিষ্পত্তির প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং শেষ দিন ১৩০ জন আবেদন করেন।
জেএন/পিআর