ভেনেজুয়েলাতে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

ভেনেজুয়েলার মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।

- Advertisement -

সড়কটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। দেশটির দমকল বাহিনীর প্রধান জুয়ান গঞ্জালেজ বলেন, ‘এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা। একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি বলছে, বুধবার গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

- Advertisement -islamibank

দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়।

এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হন। পরে দেশটির দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM