কপাল পুড়ছে নৌকা প্রার্থী সালাম-নোমানের! লড়বে জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) কতোগুলো আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ, সেই বিষয়ে সমঝোতার বৈঠক হয়েছে।

- Advertisement -

শনিবার রাতে দুদলের বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের এক নেতা বলেন, আসন ছাড় দেওয়া নিয়ে দুই দল সমঝোতায় পৌঁছেছে। রবিবার বৈঠকে চূড়ান্ত সমঝোতার বিষয়ে দুই দল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

- Advertisement -google news follower

একটি সুত্র জানায়, সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না।

আর সেটি হলে নির্বাচনী মাঠে প্রচারণা শুরুর আগেই কপাল পুড়বে চট্টগ্রামের দুটি আসনে নৌকা প্রার্থীর।

- Advertisement -islamibank

জানা গেছে, আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতার বৈঠকে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে জাতীয় পার্টির সুলেয়মান আলম শেঠকে প্রার্থী নির্বাচিত করে ভোটের লড়াইয়ের অনুমতি দেওয়া হয়েছে।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। দুই দলের সমঝোতার নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নির্বাচন থেকে ছিটকে পড়তে পারে নোমান।

অন্যদিকে একই বৈঠকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদকে পুনরায় প্রার্থী নির্বাচন করেছে জোট।

এর আগে আওয়ামী লীগ থেকে এ আসনটিতে লড়াই করার জন্য টিকিট পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম।

শনিবার সমঝোতার বৈঠকে জাতীয় পার্টিকে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকার যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়ন হলে কপাল পুড়বে আবদুস সালামের।

তাছাড়া জাতীয় পার্টির বাকি ২৪ আসনের প্রার্থীরা হলেন—ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জিএম কাদের, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১ আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, সিলেট-৩ আসনে মো. আতিকুর রহমান, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল ও বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার।

এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল ও বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM