প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে ব্রাইটননের বিপক্ষে দারুন এক জয় পেল আর্সেনাল। ২-০ ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল।
ম্যাচটিতে দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।৫৩ তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যাওয়া আর্সেনালের হয়ে শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন কাই হার্ভেটজ।
তবে স্কোরলাইন পুরো ম্যাচে আর্সেনালের আক্রমণাত্মক ফুটবলের সঠিক চিত্র ফুটিয়ে তুলতে পারেনি। শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলা গানার্সরা
পুরো ম্যাচের শট নিয়েছে ২৬ টি,যার দুইটি কেবল জড়িয়েছে জালে। গোল ব্যবধান আর বড় না হওয়ার পেছনে অবদান আছে ব্রাইটন গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের। পুরো ম্যাচে বেশ কয়েকটি দারুণ সেভ করেছেন এই ডাচ গোল রক্ষক।
জেসুস-মার্টিনেল্লিদের দারুন এ জয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে এল আর্সেনাল। একই দিন লিভারপুল হোঁচট খাওয়াই আপাতত শীর্ষস্থান হারাতে হচ্ছে না আর্তেতার দলকে।
এই জয়ে ১৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৯। সমানসংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।
জেএন/পিআর