চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ষাটোর্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পানের বরজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম সাহেব মিয়া। তিনি একই উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সাহেব মিয়া সকালে জাঙ্গালিয়া এলাকায় নিজের পানের বরজে কাজ করতে গিয়ে ফিরে না আসায় বিকেলে তার খোঁজে সেখানে যায় ছেলে সাইফুল ইসলাম।
অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পাহাড়ের ঢালে তার পিতার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহয়তায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ছেলে সাইফুল জানায় তার বাবার লাশ খুঁজে পাওয়ার আগে সেখানে হাতির ডাক শুনতে পাই। এতে ধারনা করছেন হাতির আক্রমণে তার পিতার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন। তবে বিষয়ে থানা পুলিশকে ঘটনাটি কেউ অবহিত করেননি বললেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম।
জেএন/পিআর