রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ২১ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) ভোররাতে পাবনা বেড়ার ঢালারচর এলাকার জেলে ইব্রাহিম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, শনিবার সকালে দৌলতদিয়ায় কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে সাড়ে ২১ কেজির কাতল মাছটি ক্রয় করেন।
মাছটি প্রতি কেজি ১৬শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় ক্রয় করে দোকানে নিয়ে আসি। মাছটি বিক্রির অপেক্ষায় আছি। প্রতি কেজি ১৭০০-১৭৫০ টাকা হলে মাছটি বিক্রি করবে বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বর্তমানে পদ্মার পানি কমতে শুরু করেছে। ভোরে জেলের জালে সাড়ে ২১ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে। এটা অনেক খুশির খবর।
আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পদ্মা নদীতে অভয়াশ্রমের জন্য লিখিত আবেদন করেছি। অভয়াশ্রমটা হলে জেলেদের বেশ সুবিধা হবে এমনকি তখন বড় বড় মাছও পাওয়া যাবে।
জেএন/পিআর