রাজধানী ঢাকার উত্তরায় টঙ্গীর অভিমুখে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।
ট্রেনটি টঙ্গী রেলওয়ে ব্রিজের সামনে পৌঁছালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি।
জেএন/পিআর