সাততলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ফেনী শহরের একটি সাত তলা ভবন থেকে নিচে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের পূর্ব উকিল পাড়ার করিম উল্যাহ ভবনে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মৃত শিশুটির নাম মো. শাওন (৫)। সে ফেনী পৌরসভার পূর্ব উকিল পাড়ার মুন্সি পুকুর পাড় এলাকায় করিম উল্ল্যাহ ভবনের ভাড়াটিয়া সাইফুল ইসলাম শামীমের ছেলে।

তাদের পৈত্রিক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামে। শাওনের বাবা ফেনী শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

- Advertisement -islamibank

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে মো. শাওনের একটি বল খেলার সময় সাত তলার বারান্দা দিয়ে নিচে পড়ে যায়। শাওন নিচে পড়ে যাওয়া বলটি কুড়িয়ে নেওয়ার জন্য ওই ভবনের পিছনের অংশের একটি ছোট সিঁড়ি দিয়ে নিচে নামছিল। এ সময় আকস্মিক সিঁড়ি থেকে পা পিছলে সে নিচে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ৮টার দিকে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শিশুর বাবা স্কুলশিক্ষক সাইফুল ইসলাম শামীম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। ওই সিঁড়ির বাহিরের গেটটি সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু আজ ওই গেইটটি খোলা ছিল।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, শহরের পূর্ব উকিল পাড়ায় সাত তলা ভবনের সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM