আড়াই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পণ্যবাহী লরি উদ্ধার করা হয়েছে। আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

- Advertisement -

এর আগে, কুমিল্লার বিজয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রেললাইনে কাত হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লরিটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করে জিআরপি পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি লরি বিজয়পুর রেল গেইটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের ওপর উল্টে পড়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

- Advertisement -islamibank

এদিকে রেললাইন বন্ধ থাকায় আশপাশের স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM