লক্ষ্য ৩১৭ রান। ৫ উইকেটেই ২১৯ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, মেলবোর্ন টেস্ট জিতে সমতায় ফিরবে শান মাসুদের দল। কিন্তু সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নিলো অস্ট্রেলিয়া।
প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের তোপে পাকিস্তানের শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৮ রানে! তাতেই ৭৯ রানের নাটকীয় এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এটি পাকিস্তানের টানা ষোলতম টেস্ট সিরিজ হার। এদিকে বাবর আজম ৪১ রান করে ফেরার পর আগা সালমানকে নিয়ে লক্ষ্যের দিকে ভালোই এগোচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান।
তবে জয়ের জন্য যখন পাকিস্তানের প্রয়োজন আর ৯৮ রান তখন কামিন্সের বলে বিতর্কিত এক সিদ্ধান্তে রিজওয়ান ফেরার পরই নামে ধস।
২১৯ রানে রিজওয়ান ফেরার পর স্টার্ক-কামিন্সের তোপে স্কোরবোর্ডে আর ৩৮ রান যোগ করতেই অলআউট হয় পাকিস্তান। ফলে ৭৯ রানের হারে পাকিস্তান।
জেএন/পিআর