সড়ক পথে ব্রিজের নিচে আটকা পড়েছে আস্ত বিমান!

ব্রিজের নিচে আটকা পড়েছে এক বিমান! শুধু তাই নয়, বিমান আটকা পড়লে সড়কে যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়।

- Advertisement -

অদ্ভুত এই ঘটনা দেখতে ভিড় করেন শত শত পথচারী। সামাজিকমাধ্যমে এ ঘটনার ভিডিও শেয়ার হলে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। খবর এনডিটিভির।

- Advertisement -google news follower

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) অদ্ভুত এই ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের বিহারবাসী। আটকা পড়া বিমানটি একটি লরিতে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথিমধ্যে বিহারের পিপরাকোঠি এলাকায় পৌঁছালে বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে। বিমান আটকা পড়লে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

- Advertisement -islamibank

কর্তৃপক্ষ বলছে, লরিচালক ব্রিজের উচ্চতা হিসাব করতে ভুল করেছেন। তিনি ভেবেছিলেন, এই ব্রিজের নিচ দিয়ে বিমান নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু উচ্চতা কম হওয়ায় বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে যায়।

অবশ্য কিছুক্ষণ পরই বিমান ও লরি নিরাপদে সেখান থেকে বের হয়ে আসে। এরই মধ্যে বিমান নিয়ে লরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগেও ভারতে একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২২ সালে অন্ধ্র প্রদেশ এমন ঘটনার সাক্ষী হয়েছিল। তখন অন্ধ্র প্রদেশের বাপটলা জেলায় একটি আন্ডারপাস পার হতে গেলে একটি বিমান আটকে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM