ইতালির উত্তরাঞ্চলের বোলোগনা শহরে বিমানবন্দরের কাছে হাইওয়েতে তেলবাহী ট্যাংকার ও ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন।
সোমবারের (৬ আগস্ট) এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় হাইওয়েতে থাকা একটি ব্রিজের একাংশ ভেঙে গেছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায় এবং ভূকম্পন অনুভূত হয়। একটি সেতুর উপর ট্যাংকার-ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই ট্রাকে পেট্রোলিয়াম গ্যাস জাতীয় দাহ্য পদার্থ ছিল। দুর্ঘটনার সময় ওই দাহ্য পদার্থে বিস্ফোরণ ঘটে।
ইতালির অগ্নি প্রতিরোধ দপ্তর টুইট করে জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
জয়নিউজবিডি/আরসি