নৌকার প্রার্থীকে জয়ী করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের ৬ আসনে যাদেরকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন, তাদের বিজয়ী করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। নগরের ৪১টি ওয়ার্ডের সকল নেতা-কর্মীদের যাবতীয় মতানৈক্য ভুলে একযোগে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে।
আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নগরের ৪১টি ওয়ার্ড এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বলেও জানান সিটি মেয়র নাছির।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য আফছারুল আমিন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য এম এ লতিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল প্রমুখ।
আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়া নগরের ৪ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের আসনগুলোতে যে ৬ জনকে নৌকার প্রার্থী করেছেন, তাদের বিজয়ী করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আমার বাবা (সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী) যে উদ্যোগ নিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। তিনি পিতার অসমাপ্ত কাজ শেষ করতে নগরবাসীর দোয়া কামনা করেন।