ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন হচ্ছে ১২ জানুয়ারি

আগামী ১২ জানুয়ারি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইচএল) উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রোববার এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন, মুম্বাইয়ের সেউরি এবং রায়গড় জেলার নাভা শেভা এলাকার মধ্যে ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি বর্তমান দুই ঘণ্টার যাত্রাকে কমিয়ে প্রায় ১৫-২০ মিনিটে নামিয়ে আনবে।

- Advertisement -google news follower

শিন্ডে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ জানুয়ারি মুম্বাই ট্রান্স হারবার লিংকের উদ্বোধন করবেন। এই সেতুটি এর সঙ্গে সংযুক্ত এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি আনবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মুম্বাই ট্রান্স হারবার লিংকটি আরো যুক্ত হবে গুরুত্বপূর্ণ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা রাজ্যের দুটি বৃহত্তম শহরকে সংযুক্ত করে।

- Advertisement -islamibank

প্রতিবেদন অনুসারে, মুম্বাই ট্রান্স হারবার লিংক হলো একটি ছয় লেনের সমুদ্র সংযোগ, যার ১৬.৫০ কিলোমিটার সমুদ্রের ওপর প্রসারিত এবং ৫.৫০ কিলোমিটার স্থলভাগে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM