নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির তিনদিন পর তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার সকালে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ডিক্রির চর গুদারাঘাটে ওই ট্রলারটি ডুবে যায়।
এসময় ট্রলার থাকা ১৫ থেকে ২০ যাত্রীর সবাই সাঁতরে তীরে আসতে পারলেও তিনজন নিখোঁজ হয়।
বুধবার ওই তিনজনের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেএন/পিআর