আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নাশকতাকারীরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
নির্বাচন বিরোধীদের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর চেষ্টা করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, নির্বাচনে ১১০০ প্লাটুন ও ৪৮৭টি বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে, সে পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থাও রাখা হয়েছে।
৭ জানুয়ারি ঢাকার বিভিন্ন কেন্দ্রে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুত পুলিশ। সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যোগ দেন আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। পরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, প্রতিটি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে।
এদিকে, মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুমিং কমপ্লেক্স অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
জানান, সারাদেশে বিজিবি মোতায়েনের পাশাপাশি এ বছর সন্দীপেও দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
নির্বাচনে আনসার-ভিডিপি মোতায়েন নিয়ে সংবাদ সম্মেলনে করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। জানান, ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের সাথে আনসার-ভিডিপিও কাজ করবে।
জেএন/পিআর