দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগে থেকেই সব প্রস্তুতি শেষ করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)।
সারাদেশের মতো চট্টগ্রামের ১৬টি আসনেও ভোটযুদ্ধ চলছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী।
এবারের নির্বাচনে জেলায় মোট ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জামসহ ব্যালট পেপার।
নির্বাচনী সহিংসতা এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়েও তিনি আশাবাদী।
জেএন/পিআর