সপরিবারে ভোটকেন্দ্রে রুহেল, এরপর যা বললেন

চট্টগ্রাম-১ মীরসরাই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ভোট দিয়েছেন।

- Advertisement -

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মা আয়েশা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ভোট দেন।

- Advertisement -google news follower

নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন, এই প্রথম নিজের প্রতীকে ভোট দিয়েছি৷ যেটি এতদিন আমার বাবার নির্বাচনী প্রতীক ছিল৷ সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনে মানুষ আমাকে নৌকা ভোট দিয়ে বিজয়ী করবে।

মীরসরাই উপজেলায় সর্বমোট ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন।

- Advertisement -islamibank

এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। গত নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫১ হাজার ৫০৯ জন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM