চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নং গেইট রেল ক্রসিংয়ে চবির শাটল ট্রেনের ধাক্কায় আহত হয়েছে দুই লেগুনা যাত্রী।
আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে যাত্রীবাহি লেগুনাটি উল্টোপথে এসে রেল ক্রসিং পার হতে গেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা মো. আজিজ (৪৮) ও নগরীর হালিশহরের এসওএস শিশু পল্লীর আমির হোসেন (১৭)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী বলেন, শাটল ট্রেনটি আসার সময় কর্তব্যরত লাইন ম্যান গাড়ি নিয়ন্ত্রণের জন্য সিগনেল ফেলেন। এসময় তাড়াতাড়ি যাওয়ার লক্ষ্যে উল্টোপথে চলে আসে একটি লেগুনা ও অন্যান্য কিছু গাড়ি। ট্রেনের ধাক্কায় লেগুনার সামনে থাকা দুই যাত্রী আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুরে ২ নম্বর ষোল শহর গেট এলাকায় ট্রেনের ধাক্কায় দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করেন।
জেএন/পিআর