দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে জাতীয় পাটির প্রার্থীসহ ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।
এ আসনে মোট ভোটার ৩লক্ষ ৬৬হাজার ৫শত ২৫জন ভোটারের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ১শত ১৭টি ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৭ হাজার ৮৮৯ ভোটের।
জাতীয় পার্টি এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৪০৮টি ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মান্নান (চেয়ার) প্রতীকে ২০৫ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ মোঃ ইউসুফ (টেলিভিশন) প্রতীকে ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) নুরুল করিম আফছার (একতারা) প্রতীকে ১৯৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা) প্রতীকে ৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে।
এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে চট্টগ্রাম-১ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
আসনটির ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
জেএন/এইউ/পিআর