খাগড়াছড়িতে নির্বাচন করা চারজনের ৩ জনই হারালেন জামানত

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর সংসদীয় আসন খাগড়াছড়ি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন চারজন প্রার্থী।

- Advertisement -

এর মধ্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

- Advertisement -google news follower

অন্যদিকে নির্বাচন বিধি অনুযায়ী কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি নির্বাচনে অংশ নেওয়া বাকি ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ফলাফলে দেখা গেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মিথিলা রওয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যৈপ্রু মারমা সোনালী আঁশ প্রতীক ৯ হাজার ৫২৬ ভোট এবং আম প্রতীক ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৪৫৬ ভোট।

- Advertisement -islamibank

ফলে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি এবং ন্যাশনাল পিপলস পার্টির এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনটিতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৩৬ ভোট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM