রাঙামাটিতে অস্ত্রের মুখে আ.লীগের ৩ কর্মীকে অপহরণ!

দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করায় দলটির তিন কর্মীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

- Advertisement -

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

এর আগে দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) এবং চিংথোয়াই প্রু মারমা। তারা সবাই কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য।

- Advertisement -islamibank

জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করেছিলেন ওই তিন যুবক।

দীপংকরের পক্ষে নির্বাচনী প্রচার না চালানোর জন্য তাদের ইউপিডিএফ কর্মীরা বাধা দিয়েছিল। ইউপিডিএফের বাধা না মেনে দীপংকরের পক্ষে কাজ করায় এই অপহরণের ঘটনা ঘটেছে।

চেয়ারম্যান ক্যাজাই মারমা বলেন, এলাকাটি বেশ দুর্গম। পাহাড়ের সশস্ত্র সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ওই এলাকায় প্রভাব বিস্তার করে। অপহৃতদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছি।

তবে এ বিষয়ে ইউপিডিএফর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, অপহরণের বিষয়টি শুনেছি তবে কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। স্থানীয়দের ধারণা ইউপিডিএফ অপহরণের এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা বিষয়টি খোঁজ নেওয়ার চেষ্টা করছি

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তিনটি কেন্দ্র ভোট শূন্য ছিল। ভোটগ্রহণে অংশ না নিতে স্থানীয়দের প্রাণ নাশের হুমকি দিয়েছিল স্বশস্ত্র সংগঠন ইউপিডিএফ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM