দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হয়। শপথ গ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।
গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ২৯৮ আসনের ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের এক, কল্যাণ পার্টির এক ও ওয়ার্কার্স পার্টির এক জন। নির্বাচনের ফলাফলের গেজেটও এরইমধ্যে প্রকাশ করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর শপথ নেবেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।
জেএন/পিআর