বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

- Advertisement -

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর এটা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

- Advertisement -google news follower

এর আগে একাদশ সংসদ নির্বাচনের পরে তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে যান শেখ হাসিনা। ওই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

সংবিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।

- Advertisement -islamibank

বুধবার দ্বাদশ সংসদের নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM