বন্ড সুবিধার অপব্যবহার করে কৃত্রিম লেদার ও টেক্সটাইল ফেব্রিক্স আমদানি করায় দেড় কোটি টাকার পণ্য আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন আনস্টাফিং শাখার ডেপুটি কমিশনার মো: নূর-উদ্দিন মিলন।
কাস্টমস সূত্রে জানা গেছে, অ্যাকচেঞ্চার ফুটওয়ার প্রো লিমিটেড চীন থেকে এসব পণ্য আমদানি করে। কিন্তু খালাস পর্যায়ে পণ্য পরীক্ষাকালে সেখানে কৃত্রিম লেদার ও টেক্সটাইল ফেব্রিক্স পাওয়া যায়। পরবর্তীতে কায়িক পরীক্ষার মাধ্যমে তার সত্যতা পাওয়া যায়। আমদানিকারক প্রতিষ্ঠান দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে।
চীন এর নিংবো বন্দর থেকে পণ্য নিয়ে জাহাজটি গত ১৯ জুন যাত্রা করে ২৩ জুন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।