সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে কালমারের চাপায় প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে কালমারের চাপায় মারা গেছেন মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিক।

- Advertisement -

সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভানুবাজার এলাকায় অবস্থিত ডিপোটিতে কনটেইনার পরিবহনে ব্যবহৃত বিশেষ গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

নিহত সালাউদ্দীন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর এলাকার বাসিন্দা মো. হাবীবুল্লাহর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভানুবাজার এলাকায় অবস্থিত কনটেইনার ডিপোতে ব্যবহৃত একটি কালমারে তেল লোড করছিলেন তার ভাই সালাউদ্দিন।

তেল লোড শেষে চালক কালমার স্টার্ট দিতেই সেটি সামনে চলতে থাকে। এতে কালমারের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সালাউদ্দীন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM