বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের দশম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে দুটি খেলা হবে। বেলা আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
বিপিএল ক্রিকেটের দশম আসর শুরু হবে আজ । শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কাগজে-কলমে এবারের আসরে শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক শিরোপা মিশনে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চায় লিটন দাস। অন্যদিকে, নতুন দল হলেও বিপিএলে চমক দেখাতে চায় ঢাকা।
রাতে দ্বিতীয় খেলায় মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে দুই দলে।
খেলা শুরুর আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিসিবি।
উল্লেখ্য, ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—পাঁচটি পর্বে এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি।
ঢাকার পর আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল; এই পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি আটটি ম্যাচ হবে।
ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারও ঢাকা ফিরবে বিপিএল।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
জেএন/পিআর