বিপিএলে প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমেছিল দূরন্ত ঢাকা। বল হাতে প্রথম ম্যাচেই জাদু দেখালেন পেসার শরিফুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে এই আসরের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক।
নিজের প্রথম তিন ওভারে ১৫ রান দিয়েছিলেন শরিফুল। ইনিংসের শেষ ওভার করতে এসে টানা দুটি ছক্কা হজম করেছিলেন তিনি। তার দুই বলে দুই ছক্কা হাকিয়ে শেষ ওভারে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন খুশদিল শাহ। তবে সেটা হতে দেননি শরিফুল। ওভারের চতুর্থ বলে ১৩ রান করে খুশদিলকে ফেরান শরিফুল, তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
পরের বলে রস্টন চেজকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল। শুন্য রানে নাইমের হাতে ক্যাচ দেন তিনি। ইনিংসের শেষ বলে মাহিদুল ইসলামকে আউট করে তুলে নেন হ্যাটট্রিক। মাহিদুল আউট হয়েছেন ইরফান শুক্কুরের হাতে তালুবন্দি হয়ে। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৭ রানে তিন উইকেট নেন শরিফুল।
এসএ