পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক পেলেন ২৬ রোগী 

চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তা তহবিলের চেক পেয়েছেন ২৬ জন অসুস্থ হত দরিদ্র ব্যক্তিরা।

- Advertisement -

আজ ১৯ জানুয়ারী শুক্রবা দুপুরে উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছিরের বাড়িতে এসব চেক বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

চেক বিতরণ পূর্বে পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীকে দেয়া হয়েছে এক সংবর্ধনা।

রশিদাবাদ কাজীর বাড়ি প্রবাসী উন্নয়ন ফোরাম আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান মাসুদ গ্রুপের চেয়ারম্যান মো. শফি সিআইপির সভাপতিত্বে ও নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবর্নিবাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী।

- Advertisement -islamibank

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির, আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা এম এ জাফর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, শাহাদাত হোসেন ফরিদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন,চেয়ারম্যান আবুল কাশেম, আহমদ নুর,  মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম টিপু, মাহবুবুল হক চৌধুরী, ফৌজুল কবির কুমার, এহসানুল হক, মোহাম্মদ সেলিম, সরোজ কান্তি সেন নান্টু, মো. বখতিয়ার, এম এ হাসেম, বি এম জসিম, সেলিম নবী।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, আবদুল হান্নান লিটন, সবুজ বড়ুয়া, আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চু, কাউন্সিলর গোফরান রানা, সরওয়ার কামাল রাজিব, জসীম উদ্দিন, নুরুল করিম, মো. মাসুদ করিম, আলমগীর আলম, এম এন এ নাছির, আবুল হাসান খোকন, আবদুল করিম, আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী, ফরহাদুল ইসলাম খান, আশীষ তালুকদার, মহিউদ্দিন মহি, নাজিম উদ্দীন তালুকদার, ওয়াসিক সাকিব প্রমুখ।

এসময় ২৬ জনকে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিল থেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, টাকার উৎসব থেকে পটিয়াকে ফিরিয়ে এনে পূর্বের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে ফিরিয়ে আনতে চাই।

শপথ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি আপনাকে পটিয়াবাসী সন্মানিত করেছে। তিনি পটিয়াবাসীকে আমার মাধ্যমে সালাম জানিয়েছেন।

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পটিয়ার উন্নয়নের পাশাপাশি পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য সংস্কৃতি ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করব।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে। তিনি বিশ্বের একজন সফল প্রধানমন্ত্রী। তাঁর দূরদর্শি চিন্তা ও বিচক্ষণতায় সবকিছু মোকাবেলা করে যাচ্ছে।

এছাড়া তিনি সবসময় সমাজের গরীব, অসহায়, দুঃস্থ মানুষের কল্যাণে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত চার বছর ধরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মোহাম্মদ নাছিরের মাধ্যমে এ পর্যন্ত পটিয়া উপজেলার চার শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় সাড়ে তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM