ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ১৩ জনের।

- Advertisement -

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। শুক্রবারও ১৮ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -google news follower

শনিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন ও ঢাকার বাইরের ১২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২৩ জন।

- Advertisement -islamibank

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৯ এবং ঢাকার বাইরের ৮৮ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩২ জন এবং ঢাকার বাইরের ৪২৯ জন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন। মৃত্যুর হার এক দশমিক ০৬ শতাংশ।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই বছরে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM