চট্টগ্রামে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়েরকৃত ৬টি প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতার মিলন খাতুনগঞ্জ এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও মৃত মমতাজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

- Advertisement -islamibank

তিনি বলেন, কোতোয়ালী থানার ৬টি প্রতারণা মামলায় খাতুনগঞ্জ এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে ৫ বছরের সাজা দেন আদালত। ২০১৮ সালে মামলার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল ।

গতকাল শনিবার দুপুরে মুরাদপুর এলাকায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় র‌্যাবের অভিযানিক টিম। অভিযানে গ্রেফতার হয় পলাতক এ আসামি। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM