সীতাকুণ্ডে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা

সীতাকুণ্ডে কুমিরা সাগর উপকূলে একটি বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর উপকূলে এ অভিযান চালানো হয়। অভিমানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

- Advertisement -google news follower

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সাগরে জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল ও‌ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে “বিশেষ একটি কম্বিং অপারেশন চালানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং নৌ-পুলিশ, কুমিরা এর যৌথ উদ্যোগে কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -islamibank

এ সময় আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা আহরণকারী শুকলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্যরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM