চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার খাদ্য স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন অনিয়মের কারণে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) মোহাম্মদপুর, আতুরার ডিপো এবং অক্সিজেন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।
তিনি জানান, আজ (সোমবার) নগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এ সময় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে নগরের মোহাম্মদপুর এলাকার আল আকসা ফুডসকে ২ লাখ, আতুরার ডিপো এলাকার বাগদাদ হোটেলকে ২ লাখ ও খাবার মেলাকে ১ লাখ এবং অক্সিজেন এলাকার হোটেল জামানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এছাড়া নিরাপত্তায় নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।
এসএ