সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটে স্বস্তি

- Advertisement -

সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। নির্ধারিত ৯০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। সাকিব আল হাসান ৫৫ রানে ও মাহমুদউল্লাহ ৩১ রানে অপরাজিত আছেন।

- Advertisement -google news follower

মুশফিকের বিদায়

দলীয় ১৯০ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে শেরমন লিউজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। মুশফিকের বিদায়ে উইকেটে সাকিবের সঙ্গী মাহমুদুল্লাহ।

- Advertisement -islamibank

সাকিব-মুশফিকের শুরু

মোহাম্মদ মিথুন ও সাদমান ইসলামের বিদায়ের পর সাকিবের সঙ্গে উইকেটে যোগ দিয়েছিলেন মুশফিক। এখন পর্যন্ত সাকিব-মুশফিক জুটির সংগ্রহ ১৪ রান।

সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৪ রানে ব্যাট করছেন।

মিথুন-সাদমানের বিদায়

মোহাম্মদ মিথুন ও সাদমান ইসলাম দুজনে বিদায় নিয়েছেন। ২৯ রানে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর গুগলি বলে পুল করতে গিয়ে বল মিস করে বোল্ড হন মোহাম্মদ মিথুন।

অন্যদিকে ৭৬ রানে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে লেগ বিফোরের শিকার হয়ে অভিষিক্ত সাদমান ইসলামও বিদায় নেন। এখন উইকেটে সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম।

সাদমানের অর্ধশতক

বাংলাদেশের ৯৪তম টেস্ট ক্যাপ পেয়ে ওপনে করতে নেমেছিলেন সাদমান ইসলাম। আর নেমেই জোমেল ওয়ারিকানের ৪২.৬ বলে চার মেরে অভিষেক টেষ্টে পঞ্চাশ করলেন সাদমান।

বাংলাদেশের একশ

৪১তম ওভারের প্রথম বলে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের অফ স্টাম্পের বল কাট করে পয়েন্টে পাঠালেন সাদমান ইসলাম। বাঁহাতি ব্যাটসম্যান নিলেন ডাবল। এই দুই রানে পূর্ণ হলো বাংলাদেশের দলীয় শতরান।

লাঞ্চের আগে ফিরলেন মুমিনুল

বিরতির আগে উইকেট পতন যেন নিয়ম বানিয়ে ফেলল বাংলাদেশ! প্রথম ঘণ্টার পানি পানের বিরতির আগে শেষ ওভারে আউট হয়েছিলেন সৌম্য সরকার। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিটা বেশ জমে উঠেছিল। কিন্তু লাঞ্চের আগে শেষ ওভারে আউট মুমিনুল।

অফ স্টাম্পে পেসার কেমার রোচের শর্ট বল পুল করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ঠিকমতো খেলতে পারেননি। বল উঠে যায় মিড অফে। সহজ ক্যাচ নেন রোস্টন চেজ। লাঞ্চের আগে এমন শট খেলে আউট হওয়া মানে প্রতিপক্ষকে উইকেট উপহার দেওয়া।

৪৬ বলে ২ চারে  ২৯ রান করে ফেরেন মুমিনুল। তার বিদায়ে ভাঙে ৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। লাঞ্চ বিরতির সময় ৩৩ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। অভিষিক্ত সাদমান ৩৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের পঞ্চাশ

২০ ওভার ৪ বলে দলীয় পঞ্চাশ  রান পূর্ণ করেছে বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ঠিক ৫০ রান। সাদমান ইসলাম ২৭ ও মুমিনুল হক ৪ রানে অপরাজিত আছেন।

টস

চট্টগ্রামের মতো দ্বিতীয় টেস্টেও টস জিতে আগে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডোরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিকান, শেরমান লুইস, কেমার রোচ।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM