রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারকে ধন্যবাদ জানালেন মাশরাফি

জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানিয়েছেন।

- Advertisement -

বুধবার (২৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ও স্পিকার ড. শিরিন শারমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবারই স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আস্থা রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা ভালোবেসে সম্মানের আসীনে পুনরায় অধিষ্ঠিত করেছেন। আপনাদের আশা ভরসার যথাযথ মূল্যায়ন করে স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

- Advertisement -google news follower

মাশরাফি লিখেছেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া মহান জাতীয় সংসদের হুইপ হিসাবে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়ার জন্য। আমি সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। নড়াইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদসের মহামান্য স্পিকারকে।

সবশেষে দোয়া চেয়ে তিনি লিখেছেন, অর্পিত এই গুরু দায়িত্ব পালনে আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ এমপিকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্য চারজন হলেন— ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন) ও সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

এসএ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM