প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ভাইস মিনিস্টার সুন হাইয়া।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -google news follower

সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসেন। বুধবার ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

- Advertisement -islamibank

বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো সফর।

প্রসঙ্গত, চীনা রাজনীতিবিদ সুন হাইয়া সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেয়ার আগে সিঙ্গাপুরে তার দেশের রাষ্ট্রদূত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM