দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে নুরুল হুদা লিটন (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে দেশটির হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার জগতপুর গ্রামে।

- Advertisement -google news follower

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় নিজ দোকানের সামনে মোবাইলে ব্যস্ত ছিলেন। এ সময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখেই তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

তৎক্ষণাৎ গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।

- Advertisement -islamibank

কমিউনিটি সূত্র জানিয়ে, আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার এমন মৃত্যুতে কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবার জানায়, সাত মাস আগে দেশে এসেছিলেন লিটন। বাড়িতে তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল লিটনের।

লিটনের মরদেহ দেশে আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM