দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে নুরুল হুদা লিটন (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে দেশটির হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার জগতপুর গ্রামে।
ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় নিজ দোকানের সামনে মোবাইলে ব্যস্ত ছিলেন। এ সময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখেই তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
তৎক্ষণাৎ গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।
কমিউনিটি সূত্র জানিয়ে, আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার এমন মৃত্যুতে কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবার জানায়, সাত মাস আগে দেশে এসেছিলেন লিটন। বাড়িতে তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল লিটনের।
লিটনের মরদেহ দেশে আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
জেএন/পিআর