মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

- Advertisement -

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, প্রথমে ২১৩ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করার পর ১০৮ জনের কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ফলে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

গতকাল শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ডিটেনশন ডিপোতে ১৪ দিনের প্রাথমিক রিমান্ডে নেয়া হয়।

- Advertisement -islamibank

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় দেশটির অভিবাসন বিভাগ। আর এতে অংশ নেন অন্তত ৪৬৫ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য।

মালয়েশিয়ায় চলমান রয়েছে অভিবাসী বৈধকরণের যাচাইকরণ প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এরইমধ্যে দেশটির কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে অভিবাসন বিভাগ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM