কুয়েত সরকার সম্প্রতি ১১৬৫টি পারিবারিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসন নতুন প্রবিধান বাস্তবায়নের প্রথম দিনে এই পারিবারিক ভিসাগুলোর আবেদন প্রত্যাখ্যান করে।
গালফ নিউজ জানায়, দেশের ছয়টি গভর্নরেটে রেসিডেন্সি আবেদন পড়ে ১৮০০টি। এর মধ্যে মাত্র ৬৩৫টি অনুমোদিত হয়েছে।
মোট ১১৬৫টি আবেদন বাতিল করা হয়। কারণ হিসেবে তারা বলছে, এই আবেদনকারীরা তারা নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ প্রবাসীদের আবাসিক আইনের নির্বাহী প্রবিধানে এসব পরিবর্তন করেন।
প্রবিধানের সংশোধিত অনুচ্ছেদ ২৯ অনুযায়ী, নির্ভরশীল বা পারিবারিক ভিসার জন্য আবেদনকারী নতুনদের এখন মাসিক বেতন কমপক্ষে ৮০০ দিরহাম হতে হবে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং ভিসার আবেদনের সাথে প্রাসঙ্গিক একটি পেশা থাকতে হবে।
তবে নির্দিষ্ট কিছু পেশার জন্য ডিগ্রির প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে। যদিও এই পরিবর্তনের খসড়া আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জেএন/পিআর