নেপাল সেপাক টাকরো অ্যাসোসিয়েশন আয়োজিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের কোয়াড ইভেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গতকাল প্রতিযোগিতার প্রথম দিনে স্বাগতিক নেপাল এবং শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্টের কোয়াড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
শক্তিশালী নেপালের কাছে প্রথম সেটে ১১-১৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেটটি ১৫-৯ পয়েন্টে এবং শেষ সেটে ১৫-১২ পয়েন্টে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এরপর শ্রীলংকাকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে টানা দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে প্রথম সেট ১৫-৬ এবং দ্বিতীয় সেট ১৫-১৩ পয়েন্টে জিতে নেয়।
এর আগে গতকাল সকালে নেপালের রাজধানী কাঠমন্ডুর রঙ্গশালা ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি বোনচাই লোরফিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালি।
এসময় বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসিরসহ দক্ষিণ এশিয়ার সেপাক টাকরো অ্যাসোসিয়েশন সমুহের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সৈয়দ মোহাম্মদ তানসির আর কোচের দায়িত্ব পালন করছেন লুৎফুল করিম সোহেল।
এছাড়া মহিলা দলের কোচের দায়িত্ব পালন ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু আর ম্যানেজারের দায়িত্বে সরোয়ার আলম চৌধুরী মনি।
জেএন/পিআর