যানজট ঠেকাতে পুলিশের বাই-সাইকেল টিম

নগরের যানজট ঠেকাতে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাই-সাইকেল টিম।

- Advertisement -

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় টাইগারপাস পুলিশ বক্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক (উত্তর) হারুন উর রশীদ হাজারী।

- Advertisement -google news follower
যানজট ঠেকাতে পুলিশের বাই-সাইকেল টিম
যানজট ঠেকাতে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাই-সাইকেল টিম।ছবি: বাচ্চু বড়ুয়া

তিনি বলেন, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশের বাই সাইকেল টিম কার্যকর ভূমিকা রাখবে। প্রতিটি টিমে থাকবেন দশ সদস্য এবং নেতৃত্বে থাকবেন একজন ট্রাফিক সার্জেন্ট। এ টিমের কার্যক্রমের মাধ্যমে যানজটের কবলে পড়ে  মানুষের মূল্যবান সময় অপচয় রোধ হবে।

এসময় উপস্থিত ছিলেন  উত্তর জোনের এডিসি নাজমুল হাসান, বন্দর জোনের টিআই মোহাম্মদ শওকত, উত্তর জোনের টিআই সুভাষ চন্দ্র দাশ, সার্জেন্ট দিনারসহ অন্যান্য কর্মকর্তা।

জয়নিউজ/ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM