চলন্ত ট্রেনে আগুন

পশ্চিমবঙ্গের কলকাতা রাজ্যের মালদহ জেলায় চলন্ত ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ খালতিপুর স্টেশন ছাড়ার পর ট্রেনের চাকায় ধোঁয়া দেখা যায়।

- Advertisement -google news follower

ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।

রেল সূত্রে জানা গেছে, মালদা ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের ‘ব্রেক বাইন্ডিং’–এ আগুন লেগেছিল।

- Advertisement -islamibank

ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। শুরু হয় আগুন নেভানোর কাজ। সমস্ত পরীক্ষার পর ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।

রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরাও সুরক্ষিত আছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM