চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৭।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনভর পৃথক অভিযানে এসব মাদকসহ ৪ জনকে আটক করা হয়। তাছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র্যাব-৭।
পৃথক ২ অভিযানে আটক চারজন হলেন, মো. সাইফুল ইসলাম প্রকাশ পিচ্চি সোহেল (৩২), মো. শহীদুল ইসলাম (২৪), মো. সুজা উদ্দীন (২৪) ও মো. হাবিবুর রহমান (৩৭)।
আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটককৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মায়ানমার হতে সাগরপথে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য দেশে এনে পাইকারি ও খুচরায় বিক্রি করে আসছে।
শনিবার গোপন সোর্সের খবরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
জেএন/পিআর