‘শান্তিচুক্তির কারণে পাহাড়ি-বাঙালি সংঘাতের পথ বন্ধ হয়েছে’

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, এই সরকারের আমলেই পাহাড়ে শান্তি-সমৃদ্ধির ভিত্তি সবল হয়েছে। মানুষে মানুষে দূরত্ব ঘোচানোর পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষের জীবনমানের উন্নতি হয়েছে। একই দেশের স্বাধীন নাগরিক হিসেবে ঐতিহাসিক ‘শান্তিচুক্তি’এখানকার পাহাড়ি-বাঙালি সংঘাতের পথকে বন্ধ করেছে। তাই আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’-কে জয়ী করে আনতে হবে।

- Advertisement -

শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের খাগড়াপুরে সাংসদের নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

জেলা যুবলীগের সহসভাপতি মেহেদী হাসান হেলালের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো. জাফর আহম্মদ, সাবেক পৌর মেয়র মংক্যচিং চৌধুরী, জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম এবং মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক নীলোৎপল খীসা।

জয়নিউজ/জাফর সবুজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM